কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) গভীর রাতে পরিচালিত এই হামলার জবাবে তাৎক্ষণিকভাবে কিছু বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তবে ভূপাতিত বিমানে সংখ্যা নিয়ে দুদেশের দাবিতে ফারাক রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জম্মু ও কাশ্মীরের চারজন স্থানীয় সরকার কর্মকর্তা জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান আছড়ে পড়েছে।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানে নয়টি সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি জানানোর কয়েকঘণ্টা পর এই তথ্য পাওয়া গেল।
এর আগে, পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের দিক থেকে এই দাবির পক্ষে বা বিপক্ষে বক্তব্য পাওয়া যায়নি।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে সিঁদুর অভিযান। সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন। সম্ভবত এই ঘটনা এবং সনাতন দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে।