মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (৯ মে) আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন রুবিও। তিনি ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা কমাতে পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
রুবিও ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
পাকিস্তান জানিয়েছে, তারা শনিবার ভোরে ভারতের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করেছে। এ অভিযানে উত্তর ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্রসহ একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের দাবি, ভারতের হামলার পাল্টা জবাব দিয়েছে তারা।
পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে বলে মনে করা হচ্ছে।