ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলো চীন

চীনের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনকে বেআইনি ঘোষণা করেছে। শুক্রবার এক অনলাইন বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

চীনা বিধিনিষেধের কারণে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সির মূল্য গত বছর উঠানামা করেছে। অর্থ পাচার ঠেকাতে ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে বিভিন্ন নীতিমালা আরোপ করে আসছিল বেইজিং।

পিপল’স ব্যাংক অব চায়না’র বিবৃতিতে বলা হয়েছে, ভার্চুয়াল মুদ্রা সংশ্লিষ্ট বাণিজ্যিক কর্মকাণ্ড বেআইনি আর্থিক কর্মকাণ্ড। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুসারে তদন্ত ও বিচারের মুখোমুখি হতে হবে।

এর ফলে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট সবধরনের আর্থিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো। যেমন ক্রিপ্টো কেনাবেচা, টোকেন বিক্রি, ভার্চুয়াল মুদ্রায় লেনদেন ইত্যাদি।