পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ান সফরের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। বারবার হুমকির পরও পেলোসির তাইওয়ান সফরের পর দ্বীপটি ঘিরে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সফরের মধ্য দিয়ে পেলোসি গুরুতরভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে অবদমন করেছেন। পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে বেইজিং। তবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

গত কয়েক বছর বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞায় শাস্তিমূলক পদক্ষেপ কী তা ঘোষণা করা হয়নি।

এই বছর মার্চ মাসে বেইজিং অজ্ঞাত কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।

এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্ট পিটার নাভারো চীনা নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।