‘সংকটময় পরিস্থিতিতে’ ইউরোপীয় ইউনিয়ন: মের্কেল

 

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেলইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংকটময় পরিস্থিতি পার করছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেল। শুক্রবার স্লোভাবিকার রাজধানীতে যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর নির্ধারণে আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন মের্কেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে সংবাদমাধ্যম কর্মীদের মের্কেল বলেন, ‘আমরা সংকটময় একটা সময় পার করছি। ইউরোপীয় ইউনিয়নকে শক্তশালী করতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইউনিয়নভুক্ত দেশগুলোকে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সংগ্রাম এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা আরও বাড়াতে হবে। ইইউকে প্রবৃদ্ধি এবং কর্মক্ষেত্রের সুযোগও বাড়াতে হবে।’
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। নেতারা ব্রেক্সিট নিয়ে আলোচনা করবেন না বলে জানানো হয়েছে। সম্মেলনের আগেই জানা গেছে, প্রবৃদ্ধি বৃদ্ধি ও শরণার্থীদের আগমন ঠেকানোর পন্থা নিয়ে ইইউ নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সম্মেলনে যুক্তরাজ্য ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে উপস্থিত না থাকলেও আলোচনায় ব্রেক্সিট বিরাট প্রভাব ফেলবে। সূত্র: বিবিসি।

/এএ/