ম্যাক্রোঁর ইমেইল হ্যাকিং: পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ফরাসি প্রেসিডেন্টের

_95933760_039180505-1ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁর ইমেইল হ্যাকিং করে তা অনলাইনে প্রকাশ করার ঘটনায় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। শনিবার এই ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের মাত্র একদিন আগে হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। প্রথম দফা নির্বাচনে জয়ী ইমানুয়েল ম্যাক্রোঁ তার প্রচারণা শিবিরের ইমেইল ও অন্যান্য নথি হ্যাক করে অনলাইনে প্রকাশ করার অভিযোগ করেছেন। ম্যাক্রোঁ শিবিরের দাবি, অনলাইনে ফাঁস হওয়া নথির মধ্যে অনেক ভুয়া তথ্যও রয়েছে।

প্যারিসে একটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনের সময় বার্তা সংস্থা এএফপিকে ওঁলাদে বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শুরু থেকেই আমরা এই ঝুঁকির কথা জানতাম। কারণ অন্যদেশেও এমনটি ঘটেছে।  কোনও কিছুই বিচার ছাড়া পার পাবে না’।

নির্বাচনকে প্রভাবিত করার জন্য হ্যাকিং করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওঁলাদে জানান, তিনি এই মুহূর্তে এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারছেন না।

শুক্রবার মধ্যরাতে নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার কিছু সময় আগে একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটে ম্যাক্রোঁ শিবিরের ওই ইমেইলগুলো ফাঁস করা হয়। ম্যাক্রোঁর প্রচারণা শিবির ওই ইমেইল ফাঁসের নিন্দা জানিয়েছে।   

ম্যাক্রোঁ শিবিরের দাবি, রবিবারের নির্বাচনে ম্যাক্রনকে কোণঠাসা করার জন্যই ইমেইল ফাঁস করা হয়েছে।

নয় গিগাবাইটের ওই ফাঁস হওয়া নথিতে কি কি তথ্য রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে এতে ইমেইল, আর্থিক ও অন্যান্য অভ্যন্তরীণ নির্বাচনি তথ্য রয়েছে বলে ম্যাক্রোঁ শিবির এক বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, কয়েক সপ্তাহ আগে ম্যাক্রোঁ শিবিরের কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত ইমেইল একাউন্ট হ্যাক করা হয়। সেখান থেকেই ওই নথি হ্যাকাররা পেয়েছেন।   

নির্বাচনি আইন অনুযায়ী, প্রচারণার সময় শেষ হয়ে যাওয়ার পর সংবাদমাধ্যম ও প্রার্থীরা আর কোনও বিবৃতি প্রকাশ করতে পারবে না।

এ হ্যাকিংয়ের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ এর দায় স্বীকারও করেনি। সূত্র: বিবিসি।

আরও পড়ুন: এবার ফরাসি নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ

/এএ/