জার্মানি ও বেলজিয়ামে শত কোটি ডলার মূল্যের কোকেন উদ্ধার

জার্মানি ও বেলজিয়ামের কাস্টমস কর্তৃপক্ষ ২৩ টনের বেশি কোকেন জব্দ করেছে। এসব কোকেন নেদারল্যান্ডস পাচার হচ্ছিল। জব্দকৃত কোকেনের খুচরা মূল্য কয়েকশ’ কোটি ডলার হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জার্মান কর্মকর্তারা এই মাসের শুরুতে পাঁচটি জাহাজের কন্টেইনারে আসা ১৬ টন কোকেন উদ্ধার করেছে। এসব কোকেন প্যারাগুয়ে থেকে হামবুর্গ বন্দরে আনা হয়েছিল।

নেদারল্যান্ডসকে কোকেন পাচার সম্পর্কে অবহিত করা হয়। পরে বেলজিয়ামের আন্তেওয়ার্প বন্দর থেকে ৭.২ টন কোকেন উদ্ধার করা হয়েছে। পানামা থেকে আসা কন্টেইনারে কাঠের ব্লকের ভেতরে এসব কোকেন রাখা হয়েছিল।

জার্মান কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত কোকেনের বাজারমূল্য কয়েকশ’ কোটি ইউরো হতে পারে।

ডাচ পুলিশ বুধবার জানায়, এই মাদকপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এই দুটি অভিযান ফেব্রুয়ারি মাসের শুরুতে পরিচালিত হয়েছে।  

জার্মানির কাস্টমস কর্মকর্তারা জানান, ইউরোপে সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা ছিল এই অভিযান। আমাদের ধারণা এসব মাদকের মূল্য ১৫০ কোটি থেকে ৩৫০ কোটি ইউরো হতে পারে।