তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২

তুরস্কের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। রবিবার (১১ জুলাই) ইরানের তুর্কি সীমান্তের কাছে ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। বাসটিতে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্থানীয় দুটি সূত্র রয়টার্সকে জানায়, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বাসটির মালিককে আটক করা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন অভিবাসনপ্রত্যাশী এবং অপরজন তাদের অবৈধ পরিবহনের ব্যবস্থাকারী ব্যক্তি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিবাসীদের ইউরোপ গমনের জন্য তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসীরা প্রায়ই ইরান সীমান্ত পার হয়ে তুরস্কে পায়ে হেঁটে প্রবেশ করে। ফরে তাদের ইস্তানবুল ও আঙ্কারা শহরে নিয়ে যাওয়া হয়।