সাবমেরিন চুক্তি ‘পিঠে ছুরিকাঘাত’: ক্ষুব্ধ ফ্রান্স

অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষরের তীব্র সমালোচনা করেছে ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পিঠে ছুরিকাঘাত করেছেন এবং তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আচরণ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের ৪০ বিলিয়ন ডলারের একটি চুক্তি ছিল। যে চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার ছিল প্যারিসের। কিন্তু বুধবারের চুক্তির ফলে ফ্রান্সের কাছ থেকে আর সাবমেরিন নেবে না অস্ট্রেলিয়া। আর এতেই ক্ষুব্ধ এমানুয়েল ম্যাক্রোঁর প্রশাসন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যেন-ইয়েভস লে ড্রিয়ান বলেন, এই নৃশংস, একপাক্ষিক ও অপ্রত্যাশিত সিদ্ধান্ত আমাকে মনে করিয়ে দিচ্ছে ট্রাম্প যা করতে সিদ্ধহস্ত ছিলেন। এটি পিছনে ছুরিকাঘাত। আস্থার ভিত্তিতে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলাম এবং এখন সেই আস্থা ভেঙে গেছে।

২০১৬ সালে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে সাবমেরিন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। গত সপ্তাহেও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী চুক্তির বিষয়টি পুনরায় নিশ্চিত করেছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভ্যর্থনা জানিয়ে দুই দেশের সহযোগিতার উচ্চকিত প্রশংসা করেছিলেন। এটিই ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। তবে ওই চুক্তি বাস্তবায়নে বিলম্ব ঘটছে। এর অন্যতম কারণ ক্যানবেরার তরফ থেকে শর্ত দেওয়া হয়েছিলো বহু উপাদানই স্থানীয়ভাবে সংগ্রহ করতে হবে। 

কিন্তু বুধবার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।