আর্থিক অনিয়মে সাবেক ফরাসি প্রেসিডেন্টের এক বছরের সাজা

নির্বাচনি প্রচারণায় আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন ফরাসি আদালত। এই বিষয়টিকে ফ্রান্সের আধুনিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলছে নানা মহল।

বিচারক জানিয়েছেন, সারকোজি কারাগারে বন্দি থেকে সাজা ভোগ করবেন এমন সম্ভাবনা নেই। বাড়িতে বসেই ইলেকট্রিক ব্রেসলেট পরে এক বছরের সাজা ভোগ করতে পারবেন তিনি।

তবে এই রায় এখনই মেনে নিতে চাচ্ছেন না সাবেক ফরাসি প্রেসিডেন্টের আইনজীবী থিয়েরি হেরজগ। আদালতের বাইরে ফরাসি সংবাদমাধ্যমকে জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের নেতৃত্ব দিয়েছেন নিকোলাস সারকোজি। ২০১২ সালে পরাজিত হওয়া নির্বাচনি প্রচারণায় অনিয়মের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। প্রসিকিউটররা জানিয়েছেন, নিকোলাস সারকোজির রক্ষণশীল দল ২০১২ সালের প্রচারণায় নির্বাচনি আইনে বেঁধে দেওয়া খরচের দ্বিগুণ ব্যয় করে। এছাড়া ব্যয় লুকাতে পরে একটি জনসংযোগ সংস্থাকে ভাড়া করে।