এক বছরে প্রায় ৩০টি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স

এক বছরে ৩০টির কাছাকাছি মসজিদ বন্ধ হয়েছে ফ্রান্সে। ২০২০ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন শেষে ৩০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। নতুন করে আরও ৬টি বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা গেছে, ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইনে এসব মসজিদ বন্ধ করা হয়েছে। এই আইন প্রণয়ন করার আগে, ২৪ হাজার ধর্মীয় স্থান পরিদর্শন করে ফ্রান্সের পুলিশ উগ্রবাদকে প্রশ্রয় দেয়ার অভিযোগে ৬৫০ ধর্মীয় স্থান বন্ধ করে দেয়।

মসজিদ বন্ধের বিষয়ে তিনি বলেন, পরিদর্শনের পর এক তৃতীয়াংশ মসজিদকে বন্ধ করে দেয়া হয়েছে উগ্রবাদকে প্রশ্রয় দেয়ার কারণে। এছাড়া সার্তে, মুরথে-এট-মোসেল, কোট-ডি'অর, রোন ও গার্ড অঞ্চলে আরো ছয়টি মসজিদ বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

এছাড়াও অক্টোবরে চারটি সমিতি বন্ধ হতে যাচ্ছে। ২০৫টি অ্যাকাউন্ট বাজায়েপ্ত করা হয়েছে। দুইজন ইমামকে বহিষ্কার করার কথা জানিয়েছে ফ্রান্সের সরকার।

গত বছরেই ফ্রান্সে উগ্রপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ বলেন, তিনি ‘উগ্রপন্থী ইসলাম’-এর বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছেন যা সব মানুষ, বিশেষ করে মুসলমানদের জন্য হুমকি। তার এমন ঘোষণার পর থেকে দেশটিতে বসবাসরত মুসলমানরা হয়রানির শিকার হচ্ছেন।