ইংলিশ চ্যানেলে ২৫০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়িয়ে দিতে গিয়ে ফ্রান্সের হাতে আটক হয়েছেন প্রায় ২৫০ অভিবাসনপ্রত্যাশী। ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার পথে গত শুক্র ও শনিবার তারা আটক হন। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অভিবাসনপ্রত্যাশীরা ভাগ হয়ে বেশ কয়েকটি নৌকায় করে ইউরোপে প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু শনিবার রাতে নৌকাগুলোর অবস্থা খারাপ হয়ে গেলে বিপদে পড়েন তারা। খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাদের ফ্রান্সের বুলোন, ডানকার্ক এবং ক্যালাইসের বন্দরে ফিরিয়ে আনা হয়েছে, একইসঙ্গে দেশটির সীমান্ত পুলিশ এবং উদ্ধারকারী ক্রুদের কাছে হস্তান্তর করা হয়। এদের পরিচয় এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

শরণার্থী সংকটের জন্য সম্প্রতি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ব্রিটেনকে দায়ী করে বলেন, ব্রিটেনের শ্রম আইন অভিবাসনপ্রত্যাশীদের ডিঙি নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল হয়ে ব্রিটেনে প্রবেশে উৎসাহিত করছে। ইংলিশ চ্যালেন হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় প্রায়ই আটক হন বিভিন্ন দেশের অভিবানপ্রত্যাশীরা।