টিকা না নিলেই গ্রিসের ষাটোর্ধ্বদের জরিমানা

৬০-এর বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে জরিমানার পদক্ষেপ নিয়েছে গ্রিস সরকার। যারা টিকা নেবে না তাদেরকে ১০০ ইউরো (বাংলাদেশি ৯ হাজার ৭০৯ টাকা) জরিমানা গুনতে হবে। মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

বিশ্বজুড়ে করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ এড়াতে টিকা নেওয়ায় জোর দিচ্ছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জরিমানার অর্থ গ্রিসের স্বাস্থ্যখাতে যাবে।

গ্রিসে ১১ মিলিয়ন জনসংখ্যার ৬৩ শতাংশ দুই ডোজ করোনার প্রতিষেধক টিকা নিয়েছে। কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে, ষাটোর্ধ্ব ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনও টিকা পায়নি।

এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ৬০ ঊর্ধ্বদের আগামী ১৬ জানুয়ারির মধ্যে টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করতে হবে। তাদের টিকা নেওয়া বাধ্যতামূলক। গ্রিসে করোনায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন

সূত্র: বিবিসি