ফ্রান্সে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত

ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য এই ঘোষণা দিয়েছে। ফ্রান্সে শনাক্ত হওয়ার ফলে এখন বিশ্বে ২৬টি দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে ফ্রান্সের স্বাস্থ্য সংস্থা জানায়, বৃহত্তর প্যারিস অঞ্চলে এক ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি নাইজেরিয়া ফেরত।

স্থানীয় একটি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ফ্রান্সের হাউ-রিন অঞ্চলে দ্বিতীয় আরেকজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন।

ফরাসি চিকিৎসক জেন-ফ্রান্সোয়াস ডেলফ্রাইজি বলেছেন, পঞ্চম ঢেউ ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত প্রকৃত শত্রু। আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্রমাগত বৃদ্ধি দেখতে পাব। যা ডেল্টাকে স্থলাভিষিক্ত করতে পারে জানুয়ারির শেষ দিকে।  

বুধবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৫০ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। বুধবার পর্যন্ত আইসিইউতে রয়েছে ১ হাজার ৮৮৬ জন রোগী। দ্বিতীয় ঢেউয়ের চূড়ায় এই সংখ্যা ছিল ৬ থেকে ৭ হাজার।