ফ্রান্সে জানুয়ারির শেষ নাগাদ দাপট দেখাবে ওমিক্রন: উপদেষ্টা

ফ্রান্সে দাপট দেখাতে পারে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। ফরাসি সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা জ্যঁ ফ্রাঁসোয়া দেলফ্রাসি বলেন, আগামী জানুয়ারির শেষ নাগাদ করোনোর নতুন ধরন প্রভাব বিস্তার করতে পারে।

ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার দেশটির বিএফএম টেলিভিশনে এমন উদ্বেগের কথা জানান তিনি। প্যারিসে একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এই উপদেষ্টা বলেন, 'এখনও সত্যিকারের শত্রু করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতোমধ্যে পঞ্চম ওয়েব দেখা দিয়েছে'।

ওমিক্রনের বিরুদ্ধে ইতোমধ্যে বিশ্বের অনেক দেশের সরকার প্রধানকে জোরালো পদক্ষেপ নিতে দেখা গেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া নতুন ধরন দেখা যাওয়ায় আফ্রিকার একাধিক দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে কঠোর অবস্থানে যাওয়ার মধ্যেই ভারতসহ বিশ্বের প্রায় ৩০ টির মতো দেশে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।