সেনাসমাবেশ বাড়িয়েছে রাশিয়া: অভিযোগ যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইউক্রেন সীমান্তের কাছে সেনাসমাবেশ আরও বাড়ানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

জন কিরবি বলেন, আমরা দেখতে পাচ্ছি, গত ২৪ ঘণ্টায় রাশিয়ানরা তাদের দেশের পশ্চিম অংশে এবং বেলারুশে সুসজ্জিত কমব্যাট ফোর্সের উপস্থিতি আরও বাড়িয়েছে।

এদিকে ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার যে দাবি রাশিয়া তুলেছে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর হুঁশিয়ারি দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মস্কোর এমন দাবি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি বলেন, ‘কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা রাশিয়ার ওপর নির্ভর করছে। আমরা যে কোনও উপায়ের জন্য প্রস্তুত।’

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনও মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। যদিও এমন কোনও পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।