‘যেকোনও মুহূর্তে’ ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া: লিথুয়ানিয়া

সীমান্তে মোতায়েন করা রাশিয়ার সেনারা যেকোনও মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত এবং নিয়মিত সেখানে সেনা উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে মস্কো। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা এই মন্তব্য করেছেন। এমন আশঙ্কার কথা গত কয়েক দিন ধরে পশ্চিমা দেশগুলো বলে আসছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া শেষে ইউক্রেনের কাছ থেকে সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর। সেনা প্রত্যাহারের দাবি তারা মানছে না।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা প্রধান ভালদেমারার রুপসিস রয়টার্সকে বলেন, রুশ সেনাবাহিনী প্রস্তুত। যেকোনও মুহূর্তে আক্রমণ হতে পারে। তাদের শুধু নির্দেশের অপেক্ষা।

তিনি আরও বলেন, সেনা প্রত্যাহারের কোনও ইঙ্গিত নেই। কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সীমান্তে সেনা উপস্থিতি ও সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। দূরে থাকা সেনা ইউনিটকে সীমান্তের আরও কাছাকাছি নিয়ে আসা হচ্ছে।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা প্রধান জানান, সম্ভাব্য তিন দিক থেকে হামলার জন্য অবস্থান নিয়ে আছে রুশ সেনারা। উত্তর, পূর্ব ও দক্ষিণ থেকে হামলা চালাতে পারে রাশিয়া।

তিনি বলেন, যে কোনও কিছুর জন্য যথেষ্ট সেনা রয়েছে রাশিয়ার। সর্বাত্মক হামলা থেকে শুরু করে কিছু এলাকার দখল নেওয়ার মতো প্রস্তুত এসব সেনারা।

ইউক্রেনে রুশ হামলা হলে বাল্টিক দেশটিতে ন্যাটো বা মার্কিন সেনাদের আরও উপস্থিতি দেখা যেতে পারে বলে জানান রুপসিস।  

এর আগে বুধবার এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে সীমিত সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। এমন হামলার সাফল্য মস্কোকে ইউক্রেনের ওপর আরও চাপ বাড়াতে উৎসাহিত করবে।

বাল্টিক দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার মতো ইউক্রেনও ন্যাটোর সদস্য নয়। ইউক্রেনকে জোটের সদস্য করা হবে না মর্মে রাশিয়া চায় ন্যাটোর নিশ্চয়তা। এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে ন্যাটো।