ইউক্রেনে ২০০ আকাশ প্রতিরক্ষা রকেট পাঠাবে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইউক্রেনকে ২০০ আকাশ প্রতিরক্ষা রকেট সরবরাহ করা হবে। শনিবার দেশটির পার্লামেন্টকে একটি চিঠিতে বিষয়টি অবগত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইউক্রেনের ডাচ দূতাবাসের কর্মীদের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ থেকে পোল্যান্ডের জারোস্লাউতে পাঠানো হয়েছে।

ডাচ সরকার জানায়, ইউক্রেনের অনুরোধে সাড়া দিতে নেদারল্যান্ডস ২০০টি স্টিনজার আকাশ প্রতিরক্ষা রকেট পাঠাবে। মিত্রদের সঙ্গে সম্মিলিতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব তা পাঠিয়ে দেবে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে ইউক্রেনকে সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল নেদারল্যান্ডস। রকেট ছাড়াও এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, গোলাবারুদ, রাডার ব্যবস্থা ও মাইন শনাক্তকারী রোবট।