ডনবাস আক্রমণে গতি হারিয়েছে রাশিয়া: যুক্তরাজ্য

সামরিক অভিযানের শুরু থেকেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ডনবাসে ব্যাপকভাবে হামলা চালায় মস্কো বাহিনী। সম্প্রতি হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ডনবাসে রাশিয়ার আক্রমণের ‘বেগ হারিয়েছে’ এবং উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে।

সবশেষ গোয়েন্দা ব্রিফিং-এ মন্ত্রণালয় জানায়, রাশিয়া গত মাসে আঞ্চলিক সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও পড়েছে।

লুহানস্ক ও দোনেস্ক নিয়ে গঠিত ডনবাস। ইউক্রেনের এই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রেণ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রাশিয়া। কিয়েভের অভিযোগ, ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতিরোধের মধ্যেও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। গত মাসে রাশিয়া দাবি করে, লুহানস্কের ৮০ শতাংশ জায়গায় নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো।

এর মধ্যেই নতুন করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ডনবাসে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে রুশ বাহিনী।