ন্যাটোয় যোগদানের পরিকল্পনা নেই: অস্ট্রিয়ার চ্যান্সেলর

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার পুনর্ব্যক্ত করে বলেন, তার দেশ কোনও সামরিক জোটের সঙ্গে যুক্ত নয়, এমনকি ন্যাটোতে যোগদানেরও কোনও ইচ্ছা নেই। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র ফিয়ালার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

রাশিয়ার চোখ রাঙানি উপেক্ষা করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে শিগগিরই আনুষ্ঠানিক আবেদন করতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বিষয়টি ইতোমধ্যে নিশ্চিতও করেছেন। ন্যাটো আশা করছে, এই দুই দেশের আবেদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। এ নিয়ে মস্কো হুমকিও দিয়ে রেখেছে প্রতিবেশী ফিনল্যান্ডকে।

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, ‘ফিনল্যান্ড-সুইডেনের চেয়ে অস্ট্রিয়ার ইতিহাস আলাদা। ভিয়েনা তার সামরিক নিরপেক্ষতা বজায় রাখবে’।

তবে ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ, কিয়েভে অস্ত্র সরবরাহে সমর্থন, এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাতেও অস্ট্রিয়া পাশে থেকেছে বলেও মন্তব্য করেন কার্ল নেহামার।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই ইউক্রেনকে বিপুল অস্ত্র ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো।