ইউক্রেনে ‘গণবিধ্বংসী অস্ত্র’ ব্যবহার করছে রাশিয়া: ফিনল্যান্ড

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই ভারী অবস্ত্র ব্যবহার করছে। রাশিয়া থামোর্বারিক বোমা ব্যবহার করছে। সোমবার নিরাপত্তা নীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

সাউলি নিনিস্তো বলেন, ক্রমাগত ভারী অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি। অপরদিকে রাশিয়াও খুব শক্তিশালী অস্ত্র, কার্যত গণবিধ্বংসী অস্ত্র থার্মোবারিক বোমা ব্যবহার করতে শুরু করেছে।

ইউক্রেন ও যুক্তরাজ্যসহ ন্যাটো জোটের সদস্য দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে থার্মোবারিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে। প্রচলিত বিস্ফোরকের তুলনায় এসব অস্ত্র বেশি বিধ্বংসী। এগুলোর বিস্ফোরণের আওতায় থাকা মানুষের শরীরে ভয়াবহ প্রভাব পড়ে।

নিনিস্তো বলেছেন, ফিনল্যান্ড ও পশ্চিমা দেশগুলো সতর্কভাবে ইউক্রেনকে শুধু সেসব অস্ত্র দিচ্ছে যেগুলো রাশিয়া ব্যবহার করতে পারে বলে ধারণা করা হয়। এর মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধির জন্য পশ্চিমাদের দায়ী করা না হয়।