মার্কিন রকেট ব্যবস্থা ব্যবহারের স্বীকারোক্তি ইউক্রেনের

রুশ আগ্রাসন মোকাবিলায় ইতোমধ্যেই মার্কিন রকেট ব্যবস্থা ব্যবহার করতে শুরু করেছে ইউক্রেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি জালুঝনি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভ্যালেরি জালুঝনি বলেন, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট সিস্টেম ইতোমধ্যেই কাজ করছে। রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত হানছে।

এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) গত বৃহস্পতিবার ইউক্রেনে পৌঁছায় বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে  কিয়েভ।

হিমার্সের চালান পাওয়ার পর ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ টুইটারে লিখেছেন, মার্কিন সহকর্মী ও বন্ধু প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে ধন্যবাদ এমন শক্তিশালী অস্ত্রের জন্য।

রুশ রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে ডনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।