আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ৬

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছে। রবিবারের এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে এক ডজনেরও বেশি মানুষ। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণস্থল আতশবাজি গুদামের স্থান থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবারের ওই ভয়াবহ বিস্ফোরণে আতশবাজির গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির কিছু অংশ ধসে পড়ে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের আশঙ্কা নাকচ করে দিয়েছে।

জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আরমেন পাম্বুখচিয়ান বলেছেন, বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ দেখলে এটা স্পষ্ট যে, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নেই। কারণ প্রথমে আগুন, ধোঁয়া উঠে এবং তারপর বিস্ফোরণ ঘটে।