২১ রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি কিয়েভের

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে শনিবার ৩৩টি আগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে ২১টি ভূপাতিত করতে সমর্থ হয়েছে কিয়েভ। ইউক্রেনের শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, ৩৩টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২১টি গুলি করে ভূপাতিত করতে সমর্থ হয়েছে তার বাহিনী।

এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অবশেষে অত্যাধুনিক ১২টি ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আলাপকালে কিয়েভকে চ্যালেঞ্জার-২ ট্যাংকসহ অতিরিক্তি আর্টিলারি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে কিয়েভের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।

পরে টেলিগ্রামে দেওয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এমন সহায়তা যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে। পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা পৌঁছে দেবে।’