‘গুপ্তচর’ পাঠানোর চেষ্টা, রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ

‘গুপ্তচর’ পাঠানোর চেষ্টার অভিযোগে একাধিক রুশ কূটনীতিককে নেদারল্যান্ডস ত্যাগের নির্দেশ দিয়েছে ডাচ সরকার। সেন্ট পিটার্সবুর্গের কনস্যুলেট বন্ধ করার পাশাপাশি হেগেতে থাকা রুশ দূতাবাসের কর্মীর সংখ্যা সীমিত করা হবে বলে জানিয়েছে দেশটি।

মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং গুপ্তচর পাঠানোর চেষ্টার অভিযোগ এনেছে ডাচ সরকার। এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা এক বিবৃতিতে জানান, 'রাশিয়া কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা চালাচ্ছে। আমরা এটি করতে দিতে পারি না এবং দেবো না।'

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, 'কয়েকজন রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে'।

তবে এ সময়ের মধ্যে ঠিক কতজনকে রাশিয়ায় ফিরে যেতে হবে, তা স্পষ্ট করেনি ডাচ সরকার।

এছাড়াও আগামী মঙ্গলবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে আমস্টারডামের রাশিয়ার বাণিজ্যিক অফিস বন্ধেরও নির্দেশ দিয়েছে ডাচ সরকার।

নেদারল্যান্ডসের এমন পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে মস্কো। সেন্ট পিটার্সবুর্গের কনস্যুলেট বা মস্কোর দূতাবাসে কাজ করবেন, এমন ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ডাচ সরকারের এ পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া জানাবে। সূত্র: রয়টার্স