ভ্যান গগপ্রেমী সেই মাফিয়ার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ছবি চুরি করে আলোচিত হয়েছিলেন ইতালি রনে পলসের কুখ্যাত মাফিয়াবস রাফায়েল ইমপেরিয়াল। এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। তার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে ইতালি পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ)দেশটির পুলিশ এই তথ্য জানায়।

নেপলস প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, ইমপেরিয়ালের বাড়ির গ্যারেজ থেকে ৮০টিরও বেশি অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে তিনটি কালাশনিকভ রাইফেল, একটি গ্রেনেড এবং  প্রায় ৫ হাজার ৬৭টি গোলাবারুদ। 

এর আগে ২০০২ সালে আমস্টারডামের এক মিউজিয়াম থেকে ভ্যানগগের দুটি ছবি চুরি করেছিল তিনি। ২০১৬ সালে ছবি দুটি উদ্ধার করে ইতালি পুলিশ। চুরি যাওয়া দুটি ছবির আনুমানিক মূল্য ছিল প্রায় দশ কোটি ডলার।

 

 

নেদারল্যান্ডের সবচেয়ে নামকরা চিত্রশিল্পীদের একজন ভিনসেন্ট ভ্যান গগ। ইমপেরিয়ালের চুরি করা দুটি ছবির একটি ছিলো চার্চ নিয়ে, যে চার্চটির যাজক ছিলেন ভ্যান গগের বাবা। ১৮৯০ সালে ফ্রান্সে আত্মহত্যা করেন এই চিত্রশিল্পী।