বাখমুতে ‘কৌশলগত বিরতি’ নিচ্ছে ওয়াগনার: মার্কিন থিংক ট্যাংক

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ বাখমুত দখলের আক্রমণে ‘কৌশলগত বিরতি’ নিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। শুক্রবার দৈনন্দিন হালনাগাদ তথ্যে এ কথা বলেছে মার্কিন থিংক ট্যাংক ইন্সটিটিউট স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)।

আইএসডব্লিউ মনে করছে, বাখমুত দখলে চূড়ান্ত লড়াইয়ের আগে ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত ওয়াগনার গ্রুপ রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর অপেক্ষায় রয়েছে। এই লড়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহিংস হতে পারে।

থিংক ট্যাংকটি বলছে, রাশিয়ার নিয়মিত বাহিনীর সদস্যদের বাখমুতের কাছে উপস্থিতি প্রমাণ করছে ওয়াগনার গ্রুপ সমন্বিতভাবে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত দখলে রুশ আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। প্রায় সাত মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য। ইউক্রেন বলছে শহরটির কৌশলগত গুরুত্ব খুব বেশি না, কিন্তু এর প্রতীকী তাৎপর্য রয়েছে। তারা যতক্ষণ সম্ভব রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাবে।

বুধবার (৮ মার্চ) টেলিগ্রামে ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে ইউক্রেনের পূর্ব বাখমুত নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ওয়াগনারের সামরিক ইউনিটগুলো পূর্ব অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। বাখমুতকা নদীর পূর্বের সবকিছুই এখনও ওয়াগনারের নিয়ন্ত্রণে।’

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলেনস্কির প্রশাসন। ওয়াগনারের দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএন।