কেয়ার ভিসায় ব্রিটেনে এসে এয়ারপোর্ট থেকে ফিরছেন অনেকে

ব্রিটেনের কেয়ার ভিসায় জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা কার্যকর করার পর থেকে বেশ কয়েকজনকে ব্রিটেনের কয়েকটি বিমানবন্দর থেকে পরবর্তী ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

লিংকন্স চ্যাম্বারস সলিসিটরসের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমদ রবিবার (২০ আগস্ট) রাতে এ প্রতিবেদককে বলেন, গত দুই সপ্তাহে কেয়ার ভিসায় ব্রিটেনে আসা বেশ কয়েকজনকে ব্রিটেনের কয়েকটি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি। মূলত, জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা গত ৭ আগস্ট থেকে কার্যকর করার পর ব্রিটেনের ইমিগ্রেশন আইনে ইমিগ্রেশন অফিসারকে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে তাদের কাগজপত্রের সঙ্গে বিমানবন্দরে আসার পর নেওয়া ইন্টারভিউয়ে অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে পরবর্তী এভেইলেভল ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ব্যারিস্টার নাজির আহমেদ আরও বলেন, একজন মানুষ ভিসা পেয়ে ব্রিটেনে আসার পর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো অত্যন্ত অমানবিক। ভিসা দেওয়ার আগে এসব যাচাই করা ভিসাদাতার দায়িত্ব।

উল্লেখ্য, গত ৭ আগস্ট থেকে কেয়ার ভিসার ক্ষেত্রে জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা কার্যকর করে ব্রিটিশ হোম অফিস।

নতুন নীতিমালায় আবেদনকারীকে প্রমাণ করতে হবে তার কর্মস্থলে প্রকৃতপক্ষে কাজের নিশ্চয়তা রয়েছে কি না, নিয়োগদাতার সঙ্গে তার যোগাযোগ সরাসরি ছিল কি না, আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে কি না, আবেদনকারীর সংশ্লিষ্ট ভিসায় কাজ করার ট্রেনিং যোগ্যতা ও অভিজ্ঞতা, ব্যাংক হিসাবের সত্যতা, এ আবেদন প্রক্রিয়াটি  টাকার বিনিময়ে করা হয়েছে কি না। 

ব্রিটেনে ভুয়া কোম্পানিগুলো মানুষ আনার পর কাজ না দেওয়া, টাকার বিনিময়ে কাজ দেখানোর অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে এ পরিবর্তন আনে হোম অফিস।