পূর্ব ও দক্ষিণে আরও এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের  

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক হামলায় পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টে আরও কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার রবিবার এ দাবি করেন। তিনি বলেছেন, কিয়েভ বাহিনী পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশে প্রায় ২ বর্গকিলোমিটার জমি গত সপ্তাহে পুনরুদ্ধার করেছে। মে মাসে রুশ সেনারা অঞ্চলটি দখল করেছিল।

মালিয়ার বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী আভদিভকা শহরের দক্ষিণে ওপিটনে গ্রামের কিছু অংশ মুক্ত করেছে। পাশাপাশি পূর্ব ডোনেস্ক অঞ্চলের নভোমাইরস্ক গ্রামের কাছেও আংশিক সাফল্য পেয়েছে। বাখমুতের দক্ষিণে আন্দ্রিভকা এবং ক্লিশচিভকার গ্রামের কাছের কিছু অঞ্চলও শত্রুমুক্ত করা হয়েছে।’  

এদিকে ইউক্রেনের প্রতি সংহতি জানাতে আকস্মিক সফরে কিয়েভ গেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ইইউ সদস্যতার পথে কিয়েভের অগ্রগতির প্রশংসা করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাহস এবং দৃঢ় সংকল্পের সঙ্গে ইউক্রেনও আমাদের সবার স্বাধীনতা রক্ষা করছে।

সূত্র: আল জাজিরা