‘সুবিধাজনক সময়ে’ উত্তর কোরিয়া সফর করবেন পুতিন

কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘সুবিধাজনক সময়ে’ পিয়ংইয়ং সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট। 

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে অনেকটা একঘরে হয়ে পড়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশটি এখন বন্ধু সংগ্রহে মনোযোগী। অন্যদিকে উত্তর কোরিয়া তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণে জোর দিচ্ছে। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার জানায়, পুতিন আনন্দের সঙ্গে আমন্ত্রণটি গ্রহণ করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বের ইতিহাস এবং ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা পুনর্নিশ্চিত করেছেন পুতিন।

 

 

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে বুধবার আনুষ্ঠানিক বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চারঘণ্টাব্যাপী বৈঠকে কিম ইউক্রেনে রাশিয়ার হামলার সমর্থন জানান।

রুশ প্রেসিডেন্টকে কিম বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পবিত্র লড়াইয়ে নেমেছে। উত্তর কোরিয়া পুতিনের যে কোনও সিদ্ধান্তকে সমর্থন জানায়।     

সূত্র: রয়টার্স