‘রোগের বোঝা’ নিয়ে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় শীতে প্রবেশ: ডব্লিউএইচও

স্বাস্থ্যসেবার উপর ক্রমবর্ধমান রোগের বোঝা নিয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় শীতে প্রবেশ করছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) জেনেভায় জাতিসংঘের একটি ব্রিফিংয়ে ভিডিও কন্সফারেন্সে ইউক্রেনের ডব্লিউএইচও-এর প্রতিনিধি এ কথা বলেছেন। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

ওই ব্রিফিংয়ে ইউক্রেনের ডব্লিউএইচও-এর প্রতিনিধি জার্নো হাবিচট বলেছেন, ‘আমরা দ্বিতীয় শীতে প্রবেশ করছি, যেটি আরও ঠান্ডা ও দীর্ঘ হবে এবং জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাবও রয়েছে।’

হ্যাবিচট জোর দিয়ে বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর স্বাস্থ্য ও জনস্বাস্থ্যের উপর যুদ্ধের প্রভাবে স্বাস্থ্যসেবার উপর একটি ‘ক্রমবর্ধমান রোগের বোঝা’ দেখেছে জাতিসংঘ।

এসময় ইউক্রেনের এ প্রতিনিধি সতর্ক করে বলেন, ‘এ যুদ্ধ যদি আজই শেষ হয়ে যায়, তবুও লাখ লাখ মানুষের স্বাস্থ্যের চাহিদা অনেক বেশি হবে এবং এ চাহিদা বাড়তেই থাকবে।’

ডব্লিউএইচও এর স্বাস্থ্য অংশীদারদের মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে হ্যাবিচট বলেন, ২০২৪ সালে দেশটিতে ৭৮ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন হবে।

তিনি আরও বলেছিলেন, ওই সময়ের মধ্যে তারা ৩৮ লাখ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

তিনি বলেন, ‘এটি এমন একটি প্রয়োজনীয় বিষয় যেখানে আমাদের সেই সব বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছানোর সব প্রচেষ্টা করতে হবে, যারা অনেক বয়স্ক এবং শিশু।’

স্বাস্থ্য পরিচর্যারকেন্দ্রগুলোর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবার ওপর এক হাজার ৪০০টিরও বেশি হামলার ঘটনা যাচাই করেছে ডব্লিউএইচও। এসব হামলার কারণে অনেক বেসামরিক হতাহত হয়েছে এবং এই হামলা এখনও অব্যাহত রয়েছে।