লোহিত সাগরে হামলা বন্ধ করতে হবে: জার্মানি

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে জার্মানি। বুধবার (৩ জানুয়ারি) জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাহাজগুলোর ওপর ইয়েমেনের হুথি গোষ্ঠীর এ হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

হুথিদের হামলার কারণে জার্মানির হ্যাপাগ-লয়েডসহ এক ডজনেরও বেশি বড় শিপিং সংস্থাকে কৌশলগত জলপথে কার্যক্রম স্থগিত করে রুট পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকার আশেপাশের দীর্ঘ এবং ব্যয়বহুল রুট দিয়ে যেতে বাধ্য করেছে।

৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলমুখী যেকোনও জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল হুথিরা। তাদের আটকানোর জন্য জলসীমায় মার্কিন নেতৃত্বাধীন নৌ-জোট থাকা সত্ত্বেও এখনও ইসরায়েলের সঙ্গে যুক্ত থাকা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।