জার্মানিতে আশ্রয় না পাওয়া শরণার্থীদের দ্বীপান্তরিত করার দাবি

জার্মানির ডানপন্থী ও জাতীয়তাবাদী দল এএফডি পার্টি দেশটিতে রাজনৈতিক আশ্রয় না পাওয়া শরণার্থীদের দ্বীপান্তরিত করার দাবি জানিয়েছে। ইউরোপের বাইরের একটি এসব শরণার্থীদের স্থানান্তরের দাবি জানিয়েছে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মানির শরণার্থী সংকটের প্রেক্ষিতে বিতর্কিত এএফডি পার্টি গড়ে ওঠে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ফ্রয়েক পেত্রি। তিনি দাবি করেছেন, জার্মানির শরণার্থী কার্যালয়ের উচিত একটি অভিবাসন ব্যুরো চালু করা।

পেত্রি বলেন, অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মধ্যে যাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদের জাতিসংঘের হেফাজতে ইউরোপের বাইরে কোনও দ্বীপে স্থানান্তর করা উচিত।

পেত্রি কোনও দ্বীপের নাম উল্লেখ না করলেও জার্মানির সংবাদমাধ্যম মনে করে, দলটি আসলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নারাউ ও মানুসের কথা বলতে চেয়েছেন। এই দ্বীপগুলো অস্ট্রেলিয়া শরণার্থী ক্যাম্প হিসেবে ব্যবহার করছে।

ইহুদি বিদ্বেষ এর কারণে গত মাসে বিতর্কিত এএফডি ভাঙনের মুখোমুখি হয়। এর আগে এ বছরের শুরুতে দলটির ইশতেহারে ‘ইসলামের কোনও স্থান নেই’ উল্লেখ করে বিতর্কের মুখে পড়ে।

জার্মানি থেকে যথাক্রমে ১৪ হাজার ও ১৩ হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থিত নারাউ ও মানুস দ্বীপ। জার্মানির শরণার্থী কার্যালয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আগত অসংখ্য শরণার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। ২০১৫ সালে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী দেশটিতে প্রবেশ করে। ওই বছর ১১ লাখেরও বেশি শরণার্থী দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/