জার্মানিতে বোমা হামলার ষড়যন্ত্রকারী সন্দেহে সিরীয় শরণার্থী গ্রেফতার

nonameজার্মানতে বোমা হামলার ষড়যন্ত্রকারী সন্দেহে এক সিরীয় শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে। দুই দিনের  অভিযানের পর সোমবার সকালে জাবের আল-বকরকে গ্রেফতার করা হয়। শনিবার থেকেই জাবের পলাতক ছিলেন বলে জানিয়েছে জার্মান পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, সেপ্টেম্বর থেকেই জাবেরকে নজরদারিতে রেখেছিল পুলিশ। আশঙ্কা করা হচ্ছে তার সঙ্গে ইসলামিক স্টেট (আইএস)-এর যোগাযোগ ছিল।

প্রধান তদন্ত কর্মকর্তা জোয়ের্গ মিখাইলিস বলেন, সন্দেহভাজনকারীর আচরণ ও কর্মকাণ্ড আইএসের সঙ্গে মিলে যায়।

পুলিশ এক টুইটার বার্তায় জানায়, তারা জার্মানির লিপজিগ থেকে ওই সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে। চিমনিজ নগরীর পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, ওই ফ্ল্যাট থেকে কয়েকশ’ গ্রাম ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন’ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এ সময় ওই এলাকার বিভিন্ন ফ্ল্যাট থেকে প্রায় একশ’ লোককে সরিয়ে নেয়া হয়।

আল-বকরের সঙ্গে যোগাযোগ করা দুই ব্যক্তিকে চিমনিজ রেল স্টেশন থেকে এবং অপর এক ব্যক্তিকে ওই ফ্ল্যাটের কাছ থেকে পরে আটক করা হয়। সূত্র: আল-জাজিরা।

/এএ/