জার্মানিতে শরণার্থীদের আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ২

জার্মানির দক্ষিণাঞ্চলে শরণার্থী হিসেবে আবেদনকারী ও গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মানিতে শরণার্থীদের আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ফাইল ছবি

জার্মান পুলিশ আগুনের ঘটনাটি নাশকতামূলক নয় বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন ৫৪ বছরের নারী এবং ৫৬ বছরের একজন পুরুষ। আগুনে বেশ কয়েকজন গুরতর আহত হয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্টুটগার্টের উত্তরাঞ্চেলে মার্কগ্রোয়েইনিয়েন শহরের একটি ভবনে সোমবার ভোরের দিকে আগুন লাগে। ওই সময় ভবনটিতে ৯জন মানুষ অবস্থান করছিলেন। তাদের মধ্যে দুই জন ছিলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী।

বিবৃতিতে পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় বিদ্বেষমূলক অপরাধের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স।

/এএ/