১০০ রোগীকে হত্যার কথা স্বীকার করলো জার্মান নার্স

জার্মানির এক সাবেক নার্স ১০০ রোগীকে হত্যার কথা স্বীকার করেছে। যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে মনে করা হচ্ছে নিয়েলস হজেল নামের এই সাবেক নার্সকে। তার দায়িত্বে ছয় রোগীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন হজেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_104099996_mediaitem104099991

 

গোয়েন্দারা জানান, উত্তর জার্মানির দুটি হাসপাতালে বিপজ্জনক মাত্রায় ওষুধ শরীরে প্রবেশ করিয়ে মানুষকে হত্যার কথা স্বীকার করেছেন হজেল।

প্রসিকিউটর জানান, হজেলের মোটিভ ছিল তার হামলার শিকার রোগীদের পুনরায় জীবিত করে সহকর্মীদের মন জয় করা।

মঙ্গলবার আদালতে হজেল জানান, ১৯৯৯ থেকে ২০০৫ সালে ওলডেনবার্গে ৩৬ রোগী এবং কাছের দেলমেনহর্স্টে ৬৪ জনকে হত্যা করেছেন তিনি।

বিচারক যখন তার কাছে জানতে চান অভিযোগ সত্য কিনা, তখন হজেল জানান কম বেশি সব সত্য।

মঙ্গলবার বিচার শুরুর আগে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তদন্তকারীদের ধারণা, হজেল আরও বেশি রোগীকে হত্যা করেছেন। নিহতদের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়মুক্তির কারণেই বছরে পর বছর ধরে এসব হত্যাকাণ্ড ঘটাতে পেরেছেন হজেল।