ফ্যাশনের কোনও বয়স আছে নাকি!

ফ্যাশনের কোনও বয়স বা লিঙ্গ নেই। যে কোনও বিচারে স্টাইল বয়সহীন। এমনই এক উদাহরণে ইন্টারনেট জগৎকে বিস্মিত করেছে।

৭৫ বছরের আলোজ আব্রাম তার পোশাক ও ফ্যাশনে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অনুসারী পেয়ে গেছে। তিনি এখনকার তরুণদের বিভিন্ন পোশাক পরে নিয়মিত ছবি প্রকাশ করেন। এসব ছবিতে তাকে দারুণ দেখায়। যার মোদ্দা কথা হলো, বয়স শুধু একটি সংখ্যা।

জার্মান এই বৃদ্ধের সবগুলো ছবি তুলেছেন নাতি জেনিক ডিয়েবেনবাখ। নাতির পোশাক পরেই ছবিতে মডেল হচ্ছেন তিনি। শুধু তাই নয়, এই নাতিই তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন। যেখানে সবগুলো প্রকাশ করা হয়। এসব ছবিতে তাকে একেবারে মডেলের মতোই লাগে দেখতে।

অনলাইনে গ্র্যাম্পস হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যক্তির রয়েছে ১০ লাখ ফলোয়ার। তার প্রতিটি ছবিতে তাকে নতুন পোশাক পরে মডেল হতে দেখা যায়। আর প্রতিদিনই বাড়তে থাকে ভক্ত ও ফলোয়ার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে ডিয়েবেনবাখ বলেন, নতুন কিছু শুরু করার জন্য কখনও দেরি হয় না।

খবরে বলা হয়েছে, এসব ছবি দেখে অনেকেই নিজেকে নিয়ে লজ্জিতবোধ করতে পারেন। এমনকি ইন্সটাগ্রামে যেসব ফ্যাশনবিদ নিয়মিত দেখা দিচ্ছেন তারাও গ্রাম্পসের পোশাকের কখনও তাল মেলাতে পারবেন না।

শুধু ইন্সটাগ্রাম নয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি ছড়িয়ে পড়ছে। নেটিজেনরা তার প্রতি ভালোবাসা ও প্রশংসা ছুড়ে দিচ্ছেন। প্রতিটি পোস্টে মন্তব্য অংশ ভর্তি হয়ে আছে ভালোবাসার ইমোজিতে। কেউ যদি বলেন, আমি তাকে ভালোবাসি। পরে আরেকজন হয়ত বলছেন, সব সময় সতেজ।