জার্মানিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩

জার্মানিতে এলাপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হন বেশ আরও কয়েকজন। পুলিশ জানিয়েছে, শুক্রবার উজবুর্গ শহরে এই হামলা হয়। সন্দেহভাজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।

কর্তৃপক্ষ বলছে, বার্বারোসা স্কয়ারে ছুরি নিয়ে সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি আক্রমণ চালায় হামলাকারী। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এর মধ্যেই ছুরি হামলায় তিন জন প্রাণ হারান। আরও পাঁচজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে হামলাকারীকে গুলি করে আটক করেছে পুলিশ। যদিও তার অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলে এসে বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান জানান, ছুরি হামলায় যারা আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

ছুরি হামলার ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  সেখানে হামলার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য সম্পর্ক এখনও জানতে না পারলেও তদন্তে নেমেছে প্রশাসন।
হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাভারিয়ার গভর্নর মারকুস সোয়েদের।