জার্মানিতে ট্রেনে ছুরি হামলা

জার্মানিতে দ্রুত-গতির ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির বাভারিয়া অঞ্চলে একটি ট্রেনে এই হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সন্দেহভাজন হামলাকারীকে অবশ্য আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তিন জন আহত হয়েছে। তবে ঘটনাস্থলে আর কোনও হুমকি অবশিষ্ট নেই।

সংবাদমাধ্য দ্য বিল্ড বলছে, আহত তিন জনের মধ্যে দুই জন অধিক মাত্রায় আক্রান্ত হয়েছে। তবে তারা জীবন হুমকিতে থাকার মতো অবস্থায় নেই।

জার্মানিতে ২০১৫ সাল থেকে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের তৎপরতা বেড়েছে।