জার্মানিতে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজের সুপারিশ

জার্মানিতে আঠারোর বেশি বয়সীর প্রত্যেককে বুস্টার ডোজের আওতায় আনার সুপারিশ করেছে জার্মানির ভ্যাকসিন সংক্রান্ত স্থায়ী কমিটি (এসটিআইকেও)। দেশটিতে একদিনে রেকর্ড ৬০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হওয়ার মধ্যেই বুস্টার ডোজের সুপারিশ এসেছে।

বৃহস্পতিবার কমিটি সুপারিশ করেছে যে, ৭০ বছরের বেশি বয়সীদের প্রতি বেশি নজর দেওয়া উচিত। আগে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল তার বুস্টার ডোজ দেওয়া যেতে পরে। দ্বিতীয় টিকা নেওয়া গর্ভবতী নারীরাও বুস্টার ডোজ নিতে পারে বলে মত দিয়েছে কমিটি।

এসটিআইকেও স্থায়ীর কমিটি মনে করে, করোনার প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার দেওয়া উচিত। তবে পর্যাপ্ত সক্ষমতা থাকলে এই সময় এক মাস কমিয়ে পাঁচ মাসেও আনা যেতে পারে।
 
তবে এখনও টিকা না নেওয়া লোকদের ভ্যাকসিনের আওতায় আনতে জোর দিচ্ছে কমিটি। শুধু জার্মানি নয়, বিশ্বের উন্নত অনেকে দেশ বুস্টার ডোজের দিকে এগুচ্ছে। জার্মানিতে এ পর্যন্ত ৯৮ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে।

সূত্র: রয়টার্স, ডিডব্লিউ