জার্মানিতে করোনা শনাক্তের রেকর্ড

জার্মানিতে বুধবার নতুন করে ৮০ হাজার ৪৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি মহামারি শুরুর পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণের রেকর্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপের অন্য অংশের তুলনায় যেসব স্থানে টিকাদানের হার কম সেই এলাকাগুলোতে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে।

জার্মানিতে এর আগে দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ডটি ছিল গত বছরের ২৬ নভেম্বরের। সেদিন দেশটিতে ৭৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়।

জার্মানিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ লাখ ৬১ হাজার ৮১১ জনে। বুধবার নতুন করে ৩৮৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের পরিমাণ পৌঁছেছে এক লাখ ১৪ হাজার ৭৩৫ জনে।

জার্মানির মোট জনগোষ্ঠীর ৭৫ শতাংশেরও কম মানুষ অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।