বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১

বার্লিনে গাড়ি বোমা বিস্ফোরণজার্মানির রাজধানী বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিস্ফোরণে গাড়ি চালক নিহত হয়েছেন। বার্লিনের পশ্চিমাঞ্চলীয় জেলা শার্লটনবার্গে ঘুরছিল গাড়িটি। গাড়িটি শহরের সিটি সেন্টারের কাছে আসার পর বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় পুলিশ মুখপাত্র কারস্টেন মুলার জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় অধিবাসীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। নিহত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা মিখায়েল মার্কেল বিবিসিকে বলেন, ‘আমরা এখনও ঘটনাটি নিয়ে কিছু বলতে পারছি না। আমরা তদন্ত শুরু করেছি মাত্র। তদন্তকারীরা এখানে এসেছেন। তারা গাড়িটি পরীক্ষা করে দেখবেন।’

বার্লিন পুলিশ এক টুইট বার্তায় জানায়, ধারণা করা হচ্ছে গাড়িতে রাখা বোমা বিস্ফোরণেই গাড়িটি বিস্ফোরিত হয়। এতে গাড়ি চালক নিহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে। সূত্র: বিবিসি।  

/এসএ/এএ/