কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে ফের ভারতীয় সেনা নিহত

nonameভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। রবিবার সকালে পুঁচ জেলার কৃষ্ণ ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতেই মর্টার শেল নিক্ষেপ করে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কৃষ্ণা ঘাটি সেক্টরের সালোত্রি ও সাগ্রা এলাকায় ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য মর্টার নিক্ষেপ করা হয়। রবিবার সকাল সাতটা থেকেই গোলাবর্ষণ চলতে থাকে।

অস্ত্রবিরতি লঙ্ঘন করে গত দুই সপ্তাহে ৮ জওয়ান নিহত হয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলিতে ৮ বেসামরিক নাগরিক নিহত হন।

ভারতের দাবি, ২৯ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার পর এ পর্যন্ত পাকিস্তান অন্তত ৬০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। সূত্র: এনডিটিভি।

/এএ/