‘প্রটোকল’ না নিয়ে প্রটোকল ভাঙলেন মোদি

প্রটোকল ভেঙে বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদিরাষ্ট্রীয় প্রটোকল ভেঙে শুক্রবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে সাধারণ ব্যবস্থায় মোদি বিমানবন্দরে পৌঁছান। যে সড়ক দিয়ে মোদি বিমানবন্দরে পৌঁছান সেই রাস্তায় কোনও বিধি নিষেধও জারি করা হয়নি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই  জানিয়েছে, সাধারণ ট্রাফিক ব্যবস্থার মধ্য লোক কল্যাণ মার্গ থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছান মোদি।

কোনও প্রটোকল না নিয়ে বিমানবন্দরে মোদির গমন সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এমজে আকবর জানান, ‘এটা প্রধানমন্ত্রীর স্বাভাবিকতা ও নম্রতার উদাহরণ।’

চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেন তিনি। সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।

অভ্যর্থনা জানানোর কিছুক্ষণ পরই টুইটার বার্তায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’

অপর একট টুইট বার্তায় মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় সফরে অভ্যর্থনা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি, এএনআই

/এএ/এফএস/

আরও পড়ুন-

প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি

 

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি