৫০-৮০ হাজার ভোট ব্যবধানে জিতবেন মমতা: ফিরহাদ হাকিম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে উপনির্বাচনে জিততেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে অবশ্য কোনও সংশয় নেই তৃণমূল শিবিরের। রাজ্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা।

রবিবার তিনি বলেন, 'ভবানীপুরের মানুষ আমাদের ফেরাবেন না। বড় ব্যবধানে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বিপুল ব্যবধানে জিতবেন মমতা'।  

রবিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। গণনার শুরুতেই এগিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর ও সমসেরগঞ্জ আসনে নির্বাচনের ভোট গণনা শুরু হলেও সবার নজর ভবানীপুরে। কারণ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেত্রী মমতা।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি। ভবানীপুরে এ বার মমতার বিরুদ্ধে বিজেপি থেকে লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র জিততেই হবে।

মোট ২১ রাউন্ডে গণনা হবে। গণনার কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তাতে ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। দুপুরের মধ্যেই ভোট গণনা শেষ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।