ডেঙ্গুতে আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনিবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু শনাক্তের পর তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার এইমস-এ ভর্তি করা হয়। জ্বরের পর শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

শনিবার এক এইমস কর্মকর্তা বলেন, তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। কিন্তু এখন তার প্লাটিলেটের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

মনমোহন সিংকে হাসপাতালটির একটি বেসরকারি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছে ড. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি টিম।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্দাভিয়া বৃহস্পতিবার মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, তিনি সঙ্গে করে একজন ফটোগ্রাফার নিয়ে গেছেন।

সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে দামান সিং মান্দাভিয়ার সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, পরিবারের অনুমতির বিরুদ্ধে ফটোগ্রাফার নিয়ে গেছেন স্বাস্থ্যমন্ত্রী।