দুর্ঘটনাস্থলে যাচ্ছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভাড়া করা বিমানে বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটে তিনি সেখানে যাওয়ার জন্য রওনা দেবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে এটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ১৪ আরোহী ছিল। জেনারেল বিপিন ও তার স্ত্রীর অবস্থা সম্পর্কে জানা যায়নি।

টুইটারে এমকে স্ট্যালিন লিখেছেন, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ জনকে কুনুরের কাছে হেলিকপ্টারের দুর্ঘটনার খবর জানতে পেরে আমি গভীর শোকাহত।

তিনি আরও লিখেছেন, স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশ দিয়েছি উদ্ধার অভিযানে সব ধরনের সহযোগিতা করতে এবং আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসাবারাজ বোম্মাইও দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি আরও তথ্য পাওয়ার চেষ্টা করছি। এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। পুরো জাতি স্তব্ধ।