ছবিতে ভারতের হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্ধার অভিযান

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর ১৩ জনই নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে জেনারেল বিপিনের অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

হেলিকপ্টারে ক্রসহ জেনারেল বিপিন, তার পরিবারের সদস্যসহ নয়জন আরোহী ছিলেন।

ভারতীয় বিমান বাহিনীর এক টুইটে বলা হয়েছে, জেনারেল বিপিন রাওয়াতসহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তামিল নাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এমআই সিরেজের কপ্টারটি সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ওয়েলিংডন ডিফেন্স কলেজে যাচ্ছিলো এটি।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করেছেন।

সূত্র ও ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস