চুরির মধ্যে খিচুড়ি রান্না, চোর গ্রেফতার

ভারতের আসামে এক বাড়িতে প্রবেশ করে গ্রেফতার হয়েছে এক চোর। ক্ষুধার্ত এই চোর চুরির মধ্যে খিচুড়ি রান্না শুরু করে। পরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক টুইট বার্তায় এই চোরের খবর জানিয়েছে আসাম পুলিশ।

আসাম পুলিশ জানিয়েছে, গুয়াহাটি পুলিশ ওই চোরকে গ্রেফতার করে তাকে গরম খাবার দিয়েছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, গুয়াহাটির হেঙ্গেরাবারি এলাকার একটি বাড়িতে প্রবেশ করে ওই চোর। ওই সময় বাড়িতে মালিক ছিলেন না। ফাঁকা বাড়িতে চোর যখন খিচুড়ি রান্না করে তখন রান্নাঘরে শব্দ শুনে প্রতিবেশিরা তার উপস্থিতি টের পেয়ে যায়। মালিক বাড়িতে নেই জানতে পেরে প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রেও একই ধরনের একটি ঘটনা ঘটে। ওই সময় এক চোর রেস্টুরেন্টে প্রবেশ করে অর্থ চুরির বদলে খাবার তৈরি করা শুরু করে। পাঁচটি স্টেক স্যান্ডউইচ, কিছু ভাজা এবং সোডা নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।