ভারতে প্রথমবার মাংকিপক্স শনাক্ত

ভারতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বৃহস্পতিবার জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা এক ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

বীনা জর্জ বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল।

মন্ত্রী জানান, আক্রান্তের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ওই ব্যক্তির বাবা, মা, একজন ট্যাক্সি চালক, একজন অটো চালক ও বিমানের ১১ জন সহযাত্রী রয়েছেন।

ভাইরাসটির প্রাকৃতিক আবাসভূমি পশ্চিম আফ্রিকা এবং রেইনফরেস্টে বাস করে এমন কেউ হয়তো আক্রান্ত ইঁদুরের সংক্রমণে এলে অসুখটি ছড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হাজারো মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে। তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি। এখন যাদের মাংকিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে - তাও স্পষ্ট নয়।